• February 19, 2025

লক্ষীছড়িতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ই-ফাইলিং বিষয়ক কর্মশালা

 লক্ষীছড়িতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ই-ফাইলিং বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ই-ফাইলিং এবং ওয়েব পোর্টাল বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭-১৮ আগস্ট দুই দিনব্যাপী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। লক্ষীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন কর্মশালায় সভাপতিত্ব করেন।

উপজেলা সমাজ সেবা কার্যালয়’র বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় এ কর্মশালা চলছে। কর্মশালায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কাজি সাইফুল আলম, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুর রাশেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল, উপজেলা শিক্ষা অফিসার সুভাশীষ বড়ুয়া ও উপজেলা কৃষি অফিসার(ভা.প্রা.) মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া।

এ কর্মশালায় প্রায় ৩০জন বিভাগীয় অফিসারগণ অংশ নেন বলে জানা গেছে। ১৮ আগস্ট বুধবার এ কর্মশালার সমাপ্তি হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post