লক্ষীছড়িতে শিলং তীর জুয়া পরিচালক হানিফের এক মাসের জেল

স্টাফ রিপোর্টর: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় শিলং তীর জুয়া পরিচালনাকারী  হানিফের এক মাসের জেল দিয়েেছ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্টেড লক্ষীছড়ি উপজেলা

লক্ষ্মীছড়ির হাজাছড়ি স্কুলে মাতৃভাষা দিবস উদযাপন
খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন
খাগড়াছড়িতে বিএনপির নেতাকর্মীদের হয়রানী করতেই আওয়ামীলীগ ককটেল হামলার নাটক সাজাচ্ছে

স্টাফ রিপোর্টর: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় শিলং তীর জুয়া পরিচালনাকারী  হানিফের এক মাসের জেল দিয়েেছ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্টেড লক্ষীছড়ি উপজেলা নির্বাহী  অফিসার মো: ইয়াছিন এ অবৈধ জুযা খেলার অপরাধে এই সাজাা দেন।

জানা যায়, রোববার রাত ৯.৩০ থেকে ১০.৪০ পর্যন্ত মগাইছড়ি বাজার ও মারমা পাড়া এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে শিলং তীর নামক জুয়া খেলা অবস্থায় মো: হানিফ পিতাঃ জালাল উদ্দিন, সাং মগাইছড়িকে জুয়া খেলার সরঞ্জাম মোবাইল সেট ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৪৫৯০ টাকাসহ আটক করা হয়। অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারের ভিত্তিতে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সকল ধরনের জুয়া, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেো জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্টেড লক্ষীছড়ি উপজেলা নির্বাহী  অফিসার মো: ইয়াছিন।