• January 18, 2025

লক্ষীছড়িতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত 

 লক্ষীছড়িতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত 
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
১৫ আগস্ট সোমবার সকাল সাড়ে ৯ টায়  উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন ও সরকারি, বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  জাতীয় শোক দিবস ও  বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।  পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে কমিউনটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অিতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি  উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মো: ইশতিয়াক ইমন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।  উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠনে  বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে ঋণ সহায়তাসহ আর্থিক অনুদান বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে  আলোচনা সভা, পুরষ্কার বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post