লক্ষীছড়ির দুল্যাতলীতে খাদ্য সামগ্রী বিতরণ সেনাবাহিনীর
স্টাফ রিপোর্টার: কোভিড-১৯ বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচী চলমান রেখেছে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষীছড়ি জোন।
৫ মে বুধবার জোনের উদ্যোগে করোনা পরিস্থিতি ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দুল্যাতলী ক্যাম্পের আওতাধীন দুল্যাতলি, চাইল্যাতলি, বারাডোনা সহ আশেপাশের এলাকার প্রায় অর্ধশত পরিবারের মাঝে চাল, ডাল, আটা, লবণ ও তেল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেলঃ মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পিএসসি, জি। সপ্তাহজুড়ে জোনের বিভিন্ন ক্যাম্পের আওতাধীন এলাকায় অসহায় পরিবারের নিকট খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হবে।
এসময় জোন কমান্ডার বলেন, করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই বিভিন্ন সহায়তা দিয়ে সাধারণ মানুষের পাশে আছে। এ ধারা অব্যাহত থাকবে।