লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার: মানবিক সহায়তার অংশ হিসেবে লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে ২৪ জুলাই সোমবার অসহায় পরিবারের মাঝে জনকল‍্যানমূলক সহায়তা প্রদান করা হয়েছে। পা

ইউ সি সি নির্বাচন থেকে সরে দাড়ালেন আমান উল্লাহ ভুঁইয়া
গুইমারাতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন পালিত
এইচডব্লিউএফ’র দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে খাগড়াছড়িসহ বিভিন্ন উপজেলায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার: মানবিক সহায়তার অংশ হিসেবে লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে ২৪ জুলাই সোমবার অসহায় পরিবারের মাঝে জনকল‍্যানমূলক সহায়তা প্রদান করা হয়েছে।

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় লক্ষীছড়ি জোনের উদ্যোগে স্থানীয় ক্লাবকে খেলাধুলার সামগ্রী প্রদান, একটি বিদ্যালয়ে আসবাবপত্র প্রদান, অসহায় পরিবার সমূহের মাঝে সোলার প্যানেল, আর্থিক অনুদান, গাছের চারা, কৃষি বীজ, কীটনাশক এবং সার বিতরণ করা হয়।

লক্ষীছড়ি জোনের এই মহতী উদ্যোগে এলাকার সর্বস্তরের জনসাধারণ বাংলাদেশ সেনাবাহিনী তথা লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানবিক সহায়তা কর্মসূচী শেষে লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের, পিএসসি, জি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনকল্যানমূলক কাজে সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।