লক্ষ্মীছড়িতে কৃষকদের মাঝে  প্রণোদনা প্রদান

লক্ষ্মীছড়িতে কৃষকদের মাঝে প্রণোদনা প্রদান

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে  প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে ধান বীজ  সার বিতরণ করা হয়েছে। ২৪ এপ

খাগড়াছড়িতে হামে আক্রান্ত গ্রামে পুষ্টিকর খাদ্য বিতরণ
জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংহ্লামং চৌধুরীর পিতার মৃত্যুতে শোক প্রকাশ
খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে  প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে ধান বীজ  সার বিতরণ করা হয়েছে।

২৪ এপ্রিল রোববার সকালে উপজেলা পরিষদ মাঠে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী কৃষকদের হাতে এ সার ও বীজ তুলে দেন। এসময় ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর,উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সোহরাব হুসেন ভূইয়া, এসএপিপিও, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতি কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি ধান বীজ ২০ কেজি ডিএপি ৫ কেজি এমওপি প্রদান করা হয়। উপজেলার ৩ টি ইউনিয়নে মোট ৫০০ জনকে  এ সুবিধা পাবে।