• July 14, 2024

লক্ষ্মীছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ

 লক্ষ্মীছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে। ১জুলাই সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের (কার্যালয়ের সামনে) সার ও ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান রতন বিকাশ চাকমা ও অয়ক্রই প্রু মারমা উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া জানান, ২০২৩/২৪ অর্থ বছরে ২০২৪/২৫ খরিপ-২ মৌসুমে আমন প্রণোদনা কর্মসূচির আওতায় লক্ষীছড়ি উপজেলার তিনটি ইউনিয়নে ২২০ জন কৃষকের মাঝে ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply