• March 16, 2025

লক্ষ্মীছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

 লক্ষ্মীছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার: “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এক র‌্যালির আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তক আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ছেনমং রাখাইন। অনুষ্ঠানে সভ্পাতত্ব করেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইব্রাহীম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ সাইফুল ইসলাম সোহেল।

উপজেলা কৃষি অফিসার মোঃ সোহরাব হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় সমবায় অফিসার ফেরদৌস মোঃ বিলাস, একাডেমিক সুপার ভাইজার প্রণব পোদ্দার, যুব উন্নয়ন অফিসার, উপজেলা রিসোর্স সেন্টার, উপজেলা পল্লী উন্নয়ন মো: জিয়াউল ইসলাম, দুল্যাতলী ইউনিয়নের চেয়ারম্যান ত্রিলন চাকমা। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে হাত ধোয়া প্রদর্শনীতে অতিথিরা অংশগ্রহণ করেন। এবং এসময় হাত ধোয়ার গুরুত্ব কী এবং কেন আমরা বারবার হাত ধুবো, কীভাবে ধুয়ে নিব প্রদর্শনীর মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ সাইফুল ইসলাম সোহেল।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post