লক্ষ্মীছড়িতে তারণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালিত
স্টাফ রিপোর্টার: “এসো দেশ বদলাই ,পৃথিবী বদলাই” এই স্লোগানে ১ জানুয়ারী- ২০২৫ তারণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে এক আলোচনা সভায় লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহি অফিসার সেটু কুমার বড়ুয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে এ দিনটির তাৎপর্য হলো নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।
এসময় উপজেলা যুব ইন্নয়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো{ সোহরাব হোসেন ভূইয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: ইব্রাহিম খলিল, উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরে যুব প্রশিক্ষণের আয়োজন করা হয়।
একই সাথে তারণ্যের উৎসবকে ঘিরে এডুলাইফ আইটি ইনস্টিটিউট লক্ষ্মীছড়ি শাখার উদ্যোগে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়।