লক্ষ্মীছড়িতে দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার সকালে এ দিবসটি পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে পৃথক পৃথক মানববন্ধন ও আলোচনা স ভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন।
বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিনা চাকমা, উপজেলা শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়া, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুৃমার চাকমা ও ছাত্র সমন্বয়ক রুপন চাকমা প্রমুখ। আলোচনা শেষে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা পুরস্কার এবং নারী কল্যাণ সমিতির মাঝে চেক বিতরণ করা হয়।
‘‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’’ এ স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদের সামনে এক দুর্নীতিবিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথি, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, দুপ্রক কমিটির সদস্যসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।