স্টাফ রিপোর্টার: খাগড়ছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী এ আয়োজনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন।
এসময় মহামান্য রাষ্ট্রপতির পক্ষে সালাম ও রাষ্ট্রীয় অভিভাদন গ্রহণ করেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউছার হামিদ। এসময় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন। পরে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে চলে ডিসপ্লে প্রদর্শন।
এদিকে উপজেলা বিএনপি বিএনপির সভাপতি মোঃ ফোরকান হাওলাদারের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শহদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।