• September 8, 2024

লক্ষ্মীছড়িতে প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রার্থীরা

 লক্ষ্মীছড়িতে প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রার্থীরা

স্টাফ রিপোর্টার: প্রথম ধাপের ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় চেয়ারম্যান ৩জন এবং ২জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ২জন  মহিলা ভাইস চেয়ারম্যান প্রতীক বরাদ্দ পেয়েছেন। ২৩এপ্রিল মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেয়া হয় বলে জানান, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচন অফিসার অনীক চৌধুরী।

রতন বিকাশ চাকমা পেয়েছেন হেলিকপ্টার প্রতীক, সাথোয়াইঅং মারমা পেয়েছেন আনারস প্রতীক এবং সুপার জ্যোতি চাকমা পেয়েছেন কৈ মাছ প্রতীক।

এদিকে পুরুষ ভাই চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা টিউবওয়েল প্রতীক ও রাজেন্দ্র চাকমা পেয়েছেন চশমা প্রতীক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিনু চিং মারমা পেয়েছেন পদ্ধফুল প্রতীক ও অয়ক্রই প্রু মারমা পেয়েছেন ফুটবল প্রতীক।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রথম দিন অবশ্য জোড়েশোরে কোনো প্রার্থীকেই প্রচারণায় নামদত দেখা যায় নি। তবে পোষ্টার ছাপানোর পর কেউ আর ঘরে বসে থাকবেনা এমনটাই বলা যায়। ভোটের পাল্লা কোন দিকে ভাড়ি তার জন্য অপেক্ষা করতে হবে আর ক’টা দিন। এরি মধ্যে হিসেবে-নিকেশ শুর হয়ে গেছে ভোট যুদ্ধে এগি থাকবে কে?

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post