লক্ষ্মীছড়িতে বাজনার তালে তালে প্রতীমা বিসর্জন

Homeপাহাড়ের সংবাদখাগড়াছড়ি সংবাদ

লক্ষ্মীছড়িতে বাজনার তালে তালে প্রতীমা বিসর্জন

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব বাজনার তালে তালে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে  সমাপ্তি হয়ে

রামগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কাজল চৌধুরীর শেষকৃত্য সম্পন্ন
খাগড়াছড়িতে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
খাগড়াছড়িতে বেইলী ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব বাজনার তালে তালে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে  সমাপ্তি হয়েছে।

মঙ্গলবার বিজয়া দশমীর দিন উপজেলা পরিষদ এলাকার একটি পুকুরে মা দুর্গাকে ভক্তবৃন্দরা বিসর্জন দেয়। পূজা উদযাপন কমিটির সভাপতি প্রমতোষ মহাজন বলেন, খুব সুন্দর পরিবেশে পূজা উদযাপন করেছি এবং প্রতিমা বিসর্জন কার্যক্রম ভালোভাবেই শেষ হয়েছে। উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলাবাহিনীকে ধন্যবাদ জানাই।

লক্ষ্মীছড়ি উপজেলায় একটি মাত্র শ্রী শ্রী ব্রাম্মময়ী কালী মন্দিরে প্রতিবারের মত এবারো দুর্গোৎসব পালিত হয়। এবার দেবীর ঘটকে আগমন এবং ঘটকে গমেন মধ্য দিয়ে দেবীকে বিসর্জন দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, থানার অফিসার ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া পূজা মন্ডপ পরিদর্শন করে সার্বিক খোঁজ খবর নেন। এছাড়াও লক্ষ্মীছড়ি জোনের পক্ষ হতে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনুদান প্রদান করেন।

পূজা উদযাপন কমিটির সভাপতি প্রমতোষ মহাজন ও সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র বনিক এবং অর্থ সম্পাদক রতন কান্তি দাশ সকল অভ্যর্থনা জানান।