লক্ষ্মীছড়িতে মহান স্বাধীনতা দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। ২৬মার্চ মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
৩১বার তোপদ্ধনির মধ্য দিয়ে দিবটির শুভসূচনা করা হয়। লক্ষ্মীছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, লক্ষ্মীছড়ি থানা, উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠক। উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে দিনের নানা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম সমাপ্ত করা হয়।