স্টাফ রিপোর্টার: সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের বার্তা নিয়ে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে উপজেলা বিএনপির এক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করা হয়। সভার শুরুতেই অতিথিবৃন্দ বর্তমান প্রেক্ষাপটে সামাজিক ঐক্য ও সম্প্রীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবিক বন্ধন জোরদারের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যবাহী দেশ। তিনি বলেন, ধর্ম বা সম্প্রদায়ের ভিত্তিতে কাউকে আলাদা করার রাজনীতি বিএনপি কখনো করেনি। দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং নিরাপদ জীবন নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল দর্শন। তিনি আরও বলেন, লক্ষ্মীছড়ির মতো পাহাড়ি জনপদে সকল সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে, এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন বলেন, লক্ষ্মীছড়ি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে, তা আরও শক্তিশালী করা প্রয়োজন। তিনি বলেন, সামাজিক বিভেদ সৃষ্টি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এলাকার শিক্ষা, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ নেওয়ার বিকল্প নেই।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, লক্ষ্মীছড়ি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সনাতনী নেতা বাবু উজ্জল কান্তি বনিক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক বোঝাপড়া বাড়ায় এবং রাজনৈতিক দলের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমাতে সহায়ক ভূমিকা রাখে। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা সব সময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে এবং যে কোনো ইতিবাচক উদ্যোগে অংশ নিতে প্রস্তুত।
সভায় উপস্থিত সনাতন সমাজের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, লক্ষ্মীছড়ি উপজেলায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, সামাজিক নিরাপত্তা, ধর্মীয় স্থাপনার সুরক্ষা এবং নাগরিক অধিকার রক্ষায় সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। একই সঙ্গে তারা ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের দাবি জানান।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সনাতন ধর্মাবলম্বী সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পুরো সভাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে এবং অংশগ্রহণকারীরা খোলামেলা আলোচনায় অংশ নেন।
সভা শেষে বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে লক্ষ্মীছড়ি উপজেলাকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, অতীতের মতো ভবিষ্যতেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন, অজিত কুমার দত্ত, রিংকু দাশ প্রমুখ।