লক্ষ্মীছড়িতে সফল প্রকল্পের আওতায় অনাথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় তৃণমূল উন্নয়ন সংস্থা সফল প্রকল্পের উদ্যোগে অনাথ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সম্প্রতি লক্ষ্মীছড়ি উপজেলা কিমিউনিটি সেন্টারে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে ওয়েল্ডিংকিট, টেবিল , চেয়ার, পানির ফ্লাস্ক, স্কুল ব্যাগ, টুথ ব্রাশ ও পেষ্টসহ নানা উপকরণ বিতরণ করা হয়।
সফল প্রকল্পের আওতায় প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য মোট ১৬টি বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপজেলা সমন্বয়কারি জুয়েল চাকমা ও প্রজেক্ট অফিসার পল ত্রিপুরাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।