লক্ষ্মীছড়ি সেনা জোনে মত বিনিময় সভা অনুষ্ঠিত
লক্ষীছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি সেনা জোনে মাসিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে বুধবার জোন সদরে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফেরদৌস আরা, জেলা পরিষদ সদস্য রেম্রাচাই চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দীপান্তর সহ ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, হেডম্যান কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. রাশেদুজ্জামান রাশেদ, পিএস বলেন কোনো গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জেনে তবেই যে কোনো ঘটনা প্রচার করা উচিৎ নয় বলে মন্তব্য করে তিনি বলেন, যে কোনো ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করা হবে। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী সবসময় কাজ করে যাচ্ছে। এলাকার আইন শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোন কাজ সেনাবাহিনী বরদাস্ত করবে না। এ সময় ক্যাপ্টেন নাহিদুল ইসলাম নাহিদ, ক্যাপ্টেন মেহেদী হাসান সৌরভ সহ সেনা অফিসারগণ উপস্থিত ছিলেন।