লক্ষ্মীছড়িতে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

 লক্ষ্মীছড়িতে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

স্টাফ রিপোর্টার: কোভিড-১৯ বৈশ্বিক করোনা মহামারি অমিক্রন’র ঝুঁঁকি বেড়েই চলছে। জেলায় সংক্রমনের হার বাড়ছে। এমতাবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকার ১১টি নির্দেশনা জারি করেছে। এরই ধারাবাহিকতায় বুধবার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইয়াছিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানায়  ৯জনকে ২০ ৯০০ টাকা জরিমানা করেন।

এছাড়াও করোনা নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা না মানলে আরো কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে বলে সতর্ক করা হয়। সেই সাথে মোটরসাইকেল চালকদের মাথায় হেলম্যাট ও গাড়ির বৈধ লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার জন্য পরামর্শ দেয়া হয়। অন্যথায় মোবাইল কোর্টের আওতায় পরলে জরিমানা গুনতে হবে বলেও সতর্ক করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post