লক্ষ্মীছড়িতে ২ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় ১৩টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টায়। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। যতিন্দ্রকার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এবং দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সাময়িক ভোট গ্রহণ বন্ধ রেখেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার অনীক চৌধুরী সাংবাদিকদের বলেন, ভোট গ্রহণ কার্যক্রমে প্রার্থীর পক্ষে এবং বিপক্ষে প্রভাব বিস্তার করার কারণে প্রথমে যতিন্দ্রকার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পড়ে দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সাময়িক ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো ভোট গ্রহণ শুরুর করার কথা জানান তিনি।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, পরিস্থিতি এখন শান্ত। আইন-শৃঙ্খলাবাহিনীর টহল জোড়দার করা হয়েছে। এদিকে লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদালয় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও সরকারি কলেজ কেন্দ্র দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতর দীর্ঘ লাইন দেখা গেছে।
লক্ষীছড়ি উপজেলায় মোট ভোটার ২১ হাজার ৭২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০হাজার ৯৪০ ভোট এবং মহিলা ভোটার ১০ হাজার ৭৮২ ভোট।