• July 27, 2024

লক্ষ্মীছড়িতে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত

 লক্ষ্মীছড়িতে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত

স্টাফ রিপোর্টার: খাগড়ছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ” সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ।

৪ নভেম্বর শনিবার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার  সুলতানা রাজিয়া।

একাডেমিক সুপার ভাইজার প্রনব পোদ্দার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখে,উপজেলা সমবায় অফিসার ফেরদৌস মো: বিলাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া। আরো বক্তব্য রাখেন, আব্দুল ওহাব খন্দকার,বীর মুক্তিযোদ্ধা,  মোঃ বিল্লাল হোসেন ব্যাপারী,সাধারণ সম্পাদক, লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগ, মোঃ মজিবুর রহমান গাজী, বিশিষ্ট সমবায়ী, মোঃ সালাউদ্দীন, সভাপতি, পশ্চিম জুর্গাছড়ি আশ্রয়ণ-২ সমবায় সমিতি লিঃ।

অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ” লক্ষ্মীছড়ি বাজার শ্রমিক সমবায় সমিতি লিঃ” কে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post