• October 8, 2024

লক্ষ্মীছড়িতে নির্বাচনী প্রতিদ্বন্ধিতা থেকে সরে গেলেন চেয়ারম্যান প্রার্থী রতন বিকাশ চাকমা

 লক্ষ্মীছড়িতে নির্বাচনী প্রতিদ্বন্ধিতা থেকে সরে গেলেন চেয়ারম্যান প্রার্থী রতন বিকাশ চাকমা

স্টাফ রিপোর্টার: প্রথম ধাপের লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে থাকা চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা অবশেষে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রতিদ্বন্ধিতা থেকে সরে প্রচার-প্রচারণা থেকে বিরত রয়েছেন বলে জানা গেছে।

চেয়ারম্যান প্রার্থী রতন বিকাশ চাকমা রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তার বরাবরে দেয়া এক লিখিত আবেদনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। গত ২৫ এপ্রিল দেয়া এই আবেদনে শারীরিক অসুস্থতার কথা দাবি করেন তিনি। কারো হুমকি কিংবা ভয়-ভীতি দেয়া হয়নি উল্লেখ করে চিকিৎসাজনিত কারণে নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে নিজেকে বিরত রাখছেন বলে জানান লিখিত এই আবেদনে। এ বিষয়ে রতন বিকাশ চাকমার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সংযোগ স্থাপন করা যায় নি।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিক চৌধুরী বলেন, আমরা আবেদনের কপি পেয়েছি।  তবে প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর প্রতীক বরাদ্দ হয় তখন আর কিছুই করার থাকে না। যথারীতি প্রতীক ছাপা হয়ে যাবে বলে জানান তিনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post