• December 27, 2024

লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

 লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

                                                         ড্রাগন স্পোটিং ক্লাব ও বাজার একাদশ ম্যাচ ড্র

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে এ টুর্নামেন্ট’র উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মো: তাজুল ইসলাম, পিএসসি,জি। এসময় মেজর ফাহাদসহ অন্যান্য সেনা অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় সম্প্রীতি বাজার একাদশ ১-১ গোলে দুল্যাতলী ড্রাগন স্পোটিং ক্লাবের মধ্যে ড্র হলে পয়েন্ট ভাগাভাগি করে নেন।

দুল্যাতলী মাঠে আয়োজি এ খেলার রেফারি সার্জেন্ট লিংকন সেনের বাঁশিতে বেলা ৩.৫০ মিনিটে যথারীতি খেলা শুরু হয়। খেলা শুরুর ১৮ মিনিটের মাথায় দুল্যাতলী ড্রাগন স্পোটিং ক্লাবের ২৮ নম্বার জার্সি পরিহিত খেলোয়াড় গোল করে দলকে এগিয়ে রাখে। বিরতি দিয়ে খেলো শুরু হলে দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় বাজার একাদশের ১৫ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রনি গোল করে দলকে সমতায় আনেন। এর পর থেকে শুরু হয় আক্রমন আর পাল্টা আক্রমন। দুল্যাতলী ড্রাগন স্পোটিং ক্লাবের খেলোয়াড় বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। খেলার শুরু থেকে চাপে ছিলো লক্ষ্মীছড়ি বাজার একাদশ। বাজার একাদশের গোল রক্ষকের ভূমিকায় বল জালে জড়াতে পারেনি প্রতিপক্ষের খোলয়াড়রা। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।
এ টুর্নামেন্টে মোট ১৪টি টীম অংশ গ্রহণ করছে।

সব ঠিকঠাক থাকলে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ফাইনাল ম্যাচ হওয়ার কথা রয়েছে। এই ফুটবল টুর্নামেন্ট চালু হওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন পর মাঠের খেলায় বিনোদনের ক্ষেত্রে ক্রীড়াঙ্গনে যোগ হয়েছে নতুন মাত্রা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post