• January 18, 2025

লক্ষ্মীছড়ি জোনের সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট: ভাগ্যচক্রে ফাইনালে বারদোনা একাদশ

 লক্ষ্মীছড়ি জোনের সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট: ভাগ্যচক্রে ফাইনালে বারদোনা একাদশ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টে সেমি ফাইনালে উত্তেজনাকর ম্যাচে অনেকটা ভাগ্যচক্রে ফাইইনালে খেলার সুযোগ পেলো বারদোনা একাদশ। ভালো খেলে হেরে গেলো লক্ষ্মীছড়ি সদর জিয়া স্মৃতি সংসদ একাদশ। গোল করার যতগুলো সুযোগ তৈরী হয়েছিলো একটিও যদি কাজে লাগাতে পারত অনেকের ধারনা খেলা গড়াতো ট্রাইবেকারে। সে ক্ষেত্রে জয়ের স্বপ্ন দেখছিলো জিয়া স্মৃতি সংসদ একাদশ। প্রথমার্ধের ২৬ মিনিটের মাথায় বারদোনা একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার লিটন চাকমা সতির্থ খেলোয়াড়ের পাস দেয়া বল রিসিভ করেই  গোলবাড়ে কিক। বল বাড়ে লেগে জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে থাকে বারদোনা একাদশ।

বৃহস্পতিবার বিকাল ৩টা ১১মিনিটে যথারীতি জিয়া স্মৃতি সংসদ ও বারদোনা একাদশের খেলা শুরু হয়। শুরুতেই আক্রমনাত্বক হয়ে ওঠে দু’দল। গোল ব্যবধানে পিছিয়ে থাকা জিয়া স্মৃতি সংসদ বরাবরই চাপে ফেলে দেয় বারদোনা একাদশকে। পেনাল্টি পেয়েও যখন গোল করতে ব্যার্থ হয় শেষ ১০মিনিটে বারদোনা একাদশকে জিয়া স্মৃতি িএকাদশের খেলোয়ারড়রা অনেকটা চেপেই ধরে ডি-বক্মের মধ্যে। বার বার কিক করেও বল জালে জড়াতে পারেনি জিয়াস্মৃতি একাদশের খোলায়াড়রা। হতাশা নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় জিয়া স্মৃতি একাদশ। দর্শকদের অভিমত অনেকটা ভালো খেলেই হেড়ে গেলো এ দলটি। অপর দিকে বারদোনা একাদশের গোলরক্ষক এবং রক্ষণভাগের খেলোয়াড়রা শক্ত অবস্থান নেয়ার ফলেই জয় নিশ্চিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে।

গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার এ টুর্নামেন্ট’র উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মো: তাজুল ইসলাম। এসময় মেজর ফাহাদসহ অন্যান্য সেনা অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় সম্প্রীতি বাজার একাদশ  ও  দুল্যাতলী ড্রাগন স্পোটিং ক্লাবের ১-১  ড্র পায়। এ টুর্নামেন্টে মোট ১৪টি টীম অংশ গ্রহণ করে।

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ফাইনাল ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম প্রধান অতিথি থেকে ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন ট্রপি বিতরণ করবেন বলে সূত্র জানিয়েছে।। এই ফুটবল টুর্নামেন্ট চালু হওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন পর মাঠের খেলায় বিনোদনের ক্ষেত্রে ক্রীড়াঙ্গনে যোগ হয়েছে নতুন মাত্রা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post