লক্ষ্মীছড়ি জোন কর্তৃক সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট‘র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোন কর্তৃক আয়োজিত সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েচে। সোমবার বিকেলে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দুল্যাতলি ড্রাগন স্পোর্টিং ক্লাব বনাম পারিকং ক্লাব (বারদোনা) এর মধ্যে লড়াই হয়। ১-০ গোলের ব্যবধানে জয় লাভ করে দুল্যাতলী ড্রাগন স্পোর্টিং ক্লাব।
ফাইনাল ম্যাচটি উপভোগ করার জন্য ফুটবল ম্যাচে মাঠের চারপাশে ছিল উৎসুক দর্শকের উপচে পড়া ভিড়। খেলা শেষে বিজয়ী এবং রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এসপিপি, এনডিসি, পিএসসি, এমফিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোনের জোন অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি। আরও উপস্থিত ছিলেন জাতীয় নারী ফুটবল দলের কৃতি খেলোয়াড় মণিকা চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি জোনের অন্যান্য সামরিক কর্মকর্তা বৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি পুরস্কার প্রদান শেষে, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেষণামূলক এবং উন্নয়নমূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে বলে সবাইকে আশ্বস্ত করেন। পার্বত্য এলাকায় সম্প্রীতি রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনীর এরকম মহতি উদ্যোগকে সাধারণ জনগণ সাধুবাদ জানায়।