লক্ষ্মীছড়ি তনুরাম পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের অধিনস্থ লক্ষ্মীছড়ি জোন কর্তৃক ৭ ডিসেম্বর তনুরাম পাড়া এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনে মোট ৫৫ জন পাহাড়ি নারী, পুরুষ, শিশু বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন। পাশাপাশি রোগীদের মাঝে আনুমানিক ৫হাজার ৫০০টাকা মূল্যের প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।এছাড়াও গুইমারা রিজিয়নের অধিনস্থ লক্ষীছড়ি জোন কর্তৃক তনুরাম পাড়া নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এবং মুক্তাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে স্টেশনারী (খাতা, কলম, পেন্সিল এবং রাবার) প্রদান করা হয়।

তনুরাম পাড়া নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এবং মুক্তাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র/ছাত্রী এবং এলাকাবাসী এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করায় গুইমারা রিজিয়ন ও লক্ষীছড়ি জোনের ভূয়সী প্রশংসা করেছেন।