• February 19, 2025

লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ(মূল) সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় দেশীয় তৈরী অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর মূল দলের এক সন্ত্রাসীকে সেনাবাহিনী অভিযান চালিয়ে আটক করেছে।

১ডিসেম্বর আনুমানিক ২ঘটিকার সময় দুল্যাতলী ইউনিয়নের রাইন্যামাছড়া নামক এলাকা থেকে মৃত বাংল্যা চাকমার ছেলে রবি চাকমা ওরফে রবি কুমার চাকমা(৩৮)কে অস্ত্রসহ আটক করা হয়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি পিস্তল, ২৬রাউন্ড তাজা গুলি, চাঁদা আদায়ের রশিদ, মোবাইল, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জামাদী উদ্ধার করা হয়। অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। সেনাবাহিনী সূত্র জানায়, আটক ব্যক্তি ইউপিডিএফ’র মূল দলের সশস্ত্র স্বক্রিয় সদস্য।

গোপন সংবাদের ভিত্তিতে দুল্যাতলী ক্যাম্প হতে ৩কি:মি: দুরে চাঁদা আদায়ের প্রন্তুতিকালে নিজ বাসায় অবস্থানকালে হাতে-নাতে আটক করা হয়। পাহাড়ে শান্তি-শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post