Homeস্লাইড নিউজশিরোনাম

লক্ষ্মীছড়িতে আওয়ামীলীগের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।  ২০ রমজান ৬জুন বুধবার লক্ষ্মীছড়ি কমিউনিটি সেন্টারে

লক্ষ্মীছড়িতে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ইউএনডিপি‘র খাদ্য সহায়তা প্রদান
খাগড়াছড়িতে ঈদের নতুন পোষাক বিতরণ করলেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিসহ আটক ৯, মহিলা দলের মশাল মিছিল

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।  ২০ রমজান ৬জুন বুধবার লক্ষ্মীছড়ি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ইফতার পূর্ব এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নির্মলেন্দু চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ ও সদস্য খাগড়াছড়ি জেলা পরিষদ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান স্রাগ্য মারমা, ইউএনও জাহিদ ইকবাল। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগসহ দুর দুরান্ত থেকে নেতা-কর্মীরা এবং আমন্ত্রীত অতিথিরা অংশ নেন।