লক্ষ্মীছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:  ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে

মানিকছড়িতে নারী দিবস পালিত
গরীব মেধাবী শিক্ষার্থী রোহিন চাকমার পাশে লক্ষ্মীছড়ি জোন
৪১ প্রজাতির পাখি নিয়ে ‘সেভ দ্য বার্ডস অব হিল’ শীর্ষক ছবি প্রদর্শনী খাগড়াছড়িতে

স্টাফ রিপোর্টার:  ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা কমিউনিটি সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার মো:  ইশতিয়াক ইমনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হরিরঞ্জন সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিনিয়া চাকমা। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।

একই সভায় বেগম রোকেয়া দিবসের নানা কর্মসূচি পালন করা হয়। শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার ও সনদ প্রদান, আলোচনা সভা এবং মানবন্ধনের আয়োজন করা হয়।