লক্ষ্মীছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে লক্ষ্মীছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের উদ্যোগে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দশরথ তালুকদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও লক্ষ্মীছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা মানববন্ধনে অংশ নেন।
এছাড়া লক্ষ্মীছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সততা সংর্ঘের পরামর্শক মো: সেকান্দার আলী ডাকুয়া, সদর ইউপি সদস্য গিরি তালুকদার, পিএফসি কিন্টারগার্টেন স্কুলের অধ্যক্ষ সুলতানা সুফিয়া চৌধুরী, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ও দুপ্রক’র সদস্য তালাত মাহমুদ শিশিরসহ স্কুল শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সাংবাদিক, শিক্ষক, সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।