স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন, নারী উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো’ নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্যে’র আলোকে এবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে।
লক্ষ্মীছড়ি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৬ মার্চ পালন করা হয় মানববন্ধন, উপজেলা সদরে আয়োজিত মানববন্ধনে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল ও উপজেলা অন্যান্য কর্মকতা, জনপ্রতিনিধি ও নারী কর্মীরা অংশ নেন।
৮ ও ৯মার্চ দু’দিন ব্যাপি নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা। ৮মার্চ শুক্রবার উপজেলা কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার। মেলায় নারী উদ্যোগক্তাদের হাতে তৈরী বিভিন্ন স্টল সাজানো হয়। ৯ মার্চ শনিবার এ মেলার সমাপ্ত হবে।