• July 6, 2025

লক্ষ্মীছড়িতে আড়াইশ কৃষকদের মাঝে উন্নত জাতের ধান বীজ বিতরণ করলো বায়ার ফর বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: “ভাল ধানে ভালো জীবন” এই প্রতিপাদ্যে লক্ষ্মীছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্স’র উদ্যোগে কৃষকদের মাঝে উন্নত মানের ধান বীজ বিতরণ করলো বায়ার ফর বাংলাদেশ। ১৮ নভেম্বর বুধবার লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫০জন কৃষকের হাতে হাইব্রীড এ্যারাইজ এ জেড ৭০০৬ ধানের বীজ তুলে দেন।

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সহকারি কমিশনার (ভূমি) মো: জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সফিকুল ইসমলাম ভূইয়া, বায়ার ক্রপ সাইন্স লিমিটেড’র চট্টগ্রাম অঞ্চলের টেরিটরি এক্সিকিউটিভ বিশ্ব নাথ মালাকার ও মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্স এর স্বত্বাধিকারী এস.এম জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, এলাকায় যে পরিমাণ ধান্য জমি রয়েছে সেখানে যদি নতুন নতুন প্রযুক্তি নির্ভর চাষাবাদে কৃষকরা যদি এগিয়ে আসে,তাহলে পরিবারে যেমন খাদ্যের অভাব থাকবে না। তেমনি এলাকার চাহিদা মিটিেিয় দেশের খাদ্য সংকট হবে না।

বায়ার ক্রপ সাইন্স লিমিটেড এর চট্টগ্রাম অঞ্চলের টেরিটরি এক্সিকিউটিভ বিশ্ব নাথ মালাকার জানান, বিশ্বের ১শ ৪১টি দেশের খাদ্য চাহিদা পূরণে নতুন নতুন আবিস্কার,গবেষণায় শীর্ষে থাকা ‘বায়রা ক্রপ সাইন্স লিমিটেড’ আমাদের দেশেও সরকারের পাশাপাশি কৃষি উৎপাদনে কাজ করছে। বাজারে নানা প্রজাতির হাইব্রীড ধানের মধ্যে বায়রার এ্যারাইজ এ জেড ৭০০৬ ধানটি ব্যাপক ফলনে সহায়ক ফসল। প্রতি ১একর জমিতে ৬৫-৭০ মণ ধান উৎপাদন সম্ভব। আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ফসল উৎপাদনে কৃষিবিদ’দের সমন্বয়ে ও পরামর্শে বায়ার ফর বাংলাদেশ ধান উৎপাদনে কাজ করে যাচ্ছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post