খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ইউপিডিএফ’র প্রধান সমন্বয়ক পুলক চাকমা ও কালেক্টর অমর চাকমা অস্ত্র ও ইয়াবাসহ আটক হয়েছে বলে জানা গেছে। ৩০মে বুধবার সন্ধ
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ইউপিডিএফ’র প্রধান সমন্বয়ক পুলক চাকমা ও কালেক্টর অমর চাকমা অস্ত্র ও ইয়াবাসহ আটক হয়েছে বলে জানা গেছে। ৩০মে বুধবার সন্ধ্যার দিকে যৌথ অভিযানে যতিন্দ্র কার্বারী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীছড়ি থানার অফিাসার্স ইনচার্জ আ: জব্বার বলেন, আটকৃকতদের এখনো থানায় আনা হয় নি। তবে আটককৃতদের বিরুদ্ধে নায়িারচরে আলোচিত ৬ খুনের ঘটনায় ২টি হত্যা মামলা ছাড়াও একাধীক মামলা রয়েছে। এছাড়াও লক্ষ্মীছড়ি থানায় অস্ত্র মামলা ছাড়াও আলাদা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী অমর বিকাশ চাকমা। বিস্তারিত আসছে….