লক্ষ্মীছড়িতে ইউপি চেয়ারম্যান-মেম্বার ও সচিবদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

লক্ষ্মীছড়িতে ইউপি চেয়ারম্যান-মেম্বার ও সচিবদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সকল ইউপি চেয়ারম্যান-মেম্বার ও সচিবগণের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ৩দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হ

লক্ষ্মীছড়িতে খাওয়ানো হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল
আদিবাসী ইস্যু: খাগড়াছড়িতে বাঙ্গালী সংগঠনের প্রতিবাদ
লক্ষ্মীছড়ি ইউনিয়নে ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মোক্ত বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সকল ইউপি চেয়ারম্যান-মেম্বার ও সচিবগণের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত ৩দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

গত ৬জুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। সহকারি কমিশনার(ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও হোসনেআরা সভাপতিত্ব করেন। ৮জুন বৃহস্পতিবার এ প্রশিক্ষণের সমাপ্তি হয়। সমাপনী দিনে প্রশিক্ষণ সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া সমাপনী বক্তব্য রাখেন। প্রশিক্ষণের অনুভূতি প্রকাশ করে জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাশেদ ও উপজেলা শিক্ষা অফিসার শুভাশীষ বড়ুয়া উপস্থিত ছিলেন।