লক্ষ্মীছড়িতে ইসলামী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: খাগাড়ছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ওয়াজ মাহফিল আয়োজন উপলক্ষে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর শনিবার বাদ আছর থেকে গভীর রাত পর্যন্ত চলে ধর্মীয় ওয়াজ মাহফিল। লক্ষ্মীছড়ি নূরানী তা’লীমূল কোরআণ হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ১৮তম এই মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম হাটহাজারি গড়দুয়ারা মাদরাসার সহকারি পরিচালক হযরত মাওলানা আব্দুচ্ছমী সাহেব প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন। পটুয়াখালীর চরসফি কেন্দ্রীয় জামে মসজিদ ও মোহাদ্দিস খতিব হযরত মাওলানা মাহবুবুর রহমান যুক্তিবাদী প্রধান মোফাচ্ছির হিসেবে ওয়াজ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: জাহাংগীর আলম, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার্স ইনচার্জ হুমায়ূন কবীর। এসময় ওয়াজ পরিচালনা কমিটির হাতে অনুদান তুলে দেন জোন কমান্ডার। লক্ষ্মীছড়ি জোনের জেডএসও ক্যাপ্টেন নাসিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। উক্ত মাহফিলে দেশ বরেণ্য ওলামায়েকেরামগণ বক্তব্য রাখেন।
লক্ষ্মীছড়ি উপজেলা কন্দ্রেীয় ঈদগাহ মাঠে আয়োজিত এ মাহফিলে উপজেলার বিভিন্ন দুর-দুরান্ত থেকে মুসল্লীরা ওয়াজে অংশ নেন। এছাড়াও পর্দার আড়ালে ওয়াজ শ্রবণ করার জন্য মহিলাদের আলাদা প্যান্ডেল করা হয়।