Homeস্লাইড নিউজশিরোনাম

লক্ষ্মীছড়িতে উপ-নির্বাচনে সংরক্ষিত নারী আসনে টুনি চাকমা নির্বাচিত

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে টুনি চাকমা বিপুল ভোটে নির্বাচিত হয়েছ

মানিকছড়ির তিনটহরী ইউনিয়নের উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারী
ইউপি নির্বাচন: দুল্যাতলীতে নৌকা-চশমা, বর্মাছড়িতে আনারস-মোটরসাইকেল প্রতিদ্বন্ধিতার সম্ভাবনা
লক্ষ্মীছড়ির ৩ ইউপি নির্বাচনে চেয়ারম্যান ২০, সংরক্ষিত ২৭ এবং মেম্বার পদে ৮৯জনের মনোনয়ন জমা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে টুনি চাকমা বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ২৫ জুলাই সংরক্ষিত নারী আসনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৭,৮ও ৯নং ওয়ার্ডে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কিরণ চাকমা স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে জানা যায়, টুনি চাকমা জিরাফ প্রতীক নিয়ে ৮০৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি আরেমা মারমা তালগাছ প্রতীক পেয়েছেন ৪২৯ ভোট। অপর প্রার্থী ত্রিশা চাকমা জিনা সূর্যমুখি ফুল প্রতীকে পেয়েছেন ৩৪৬ ভোট। মোট ভোটার ২হাজার ৮৩৬জন। ১হাজার ৬৩৮ ভোট কাষ্টিং হয়েছে। বাতিল ভোট ৫৫টি। শতকরা ৫৭.৭২ ভাগ কাষ্টিং হয়।

শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যতীন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মরাচেঙ্গী সরকার প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের মধ্যে বিজয়ী প্রার্থী টুনি চাকমা সবচেয়ে বেশি ভোট পেয়েছেন শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫০১ ভোট। বিগত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মেরিনা চাকমা নির্বাচন করলে পদটি শুন্য হয়। গত ১৮জুন নির্বাচন কমিশন উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে। লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের স্বার্থে পর্যাপ্ত নিরাপত্তাসহ সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দুর্গম হওয়ায় নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টারে পাঠানো হয়।