লক্ষ্মীছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালন
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। ৩১অক্টোবর দেশব্যাপী কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে লক্ষীছড়ি থানা পুলিশের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভার আয়োজন করা হয়।
লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির আলোচনা সভায় সভাপতিত্ব করেন। লক্ষ্মীছড়ি কমিউনিটি পুলিশিং এর সভাপতি লেলিন কুমার চাকমা, লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান হরিমোহন চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে এক র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।