লক্ষ্মীছড়িতে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ইউএনডিপি‘র খাদ্য সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার: কোভিড-১৯ এর কারণে চরমভাবে ক্ষতিগ্রস্থ এবং ঝুঁকিপূর্ণ খাগড়াছড়ির ২৩হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছে জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি)। পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগং হিল ট্রাক্টস (এসআইডি-সিএইচটি) প্রকল্পের আওতায় ইউএনডিপি দাতা সংস্থা ডানিডা ও ইউএসএআইডি এর আর্থিক সহযোগিতায় তারই ধারবাহিকতায় ৬আগস্ট বৃহস্পতিবার লক্ষ্মীছড়ি উপজেলায় খাদ্য ও বীজ বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদে সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বকত্ব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইয়াছিন শিমুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নবাগত সহকারি কমিশনার(ভূমি) নাসরিন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন, ইউএনডিপির প্রতিনিধি উচিং মং চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা। সভায় ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর ও নারী ভাইস চেয়ারম্যান সুমনা চাকমাসহ জনপ্রতিনিধগণ উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন অতিথিরা। ৯’শ ১৯জনের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে বলে জানানো হয়।
জানা যায়, ত্রাণ সামগ্রী হিসেবে চাল ১৫ কেজি, ডাল ২ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, পিয়াজ ১ কেজি, আলু ৫ কেজি, সাবান ২ টি, সবজি বীজ ৭ প্যাকেট (করলা বীজ- ১০ গ্রাম, ঢ়েড়স বীজ ১০ গ্রাম, মিষ্টি কুমড়া বীজ ১০ গ্রাম, শসা বীজ ১০ গ্রাম, লাউ বীজ ১০ গ্রাম, পুঁইশাক বীজ ১০ গ্রাম, চালকুমড়া বীজ ১০ গ্রাম করে), মাস্ক ৪ পিস ও সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে করোনা বিষয়ক ১টি ও বন্যপ্রাণী ও বন সংরক্ষণ বিষয়ক ১টি পোস্টার দেয়া হয়।