• September 20, 2024

লক্ষ্মীছড়িতে করোনা জনসচেতনতা বাড়াতে মাইকিং ও প্রচারণা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় করেনা ভাইরাস মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে বিভিন্ন স্থানে মাইকিং ও প্রচরাণা চালিয়েছে উপজেলা প্রশাসন।

২৪ মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল’র নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়। এ প্রচারণায় যোগ দেন লক্ষ্মীছড়ি যুব রেডক্রিসেন্ট’র সদস্যরা। উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দরা।

এ সময় আহবান জানানো হয়, এই করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। বহিরাগতরা যেন এলাকায় না আসে সে জন্য সতর্ক থাকতে হবে। বিদেশ প্রবাসী কেউ আসলেই যেনো প্রশাসনকে অবহিত করা হয়। লোক সমাগম এক সাথে ৫জনের অধিক উপস্থিত না হওয়াসহ সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়ার পরামর্শ দেয়া হয়।

আর প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশণা দেয়া হয়। নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন হতে বলুন।

এদিকে লক্ষ্মীছড়ি বাজারস্থ্য জামে মসজিদে মাগরিবের নামাজবাদ লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সকল মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, অপ্রয়োজনে রাস্তা-ঘাট, বাজার ও দোকানে আড্ডা না দেয়াই উত্তম। করোনা থেকে রক্ষা পেতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post