লক্ষ্মীছড়িতে ‘করোনা’ সচেতনতায় পরিবেশ দুষণমুক্ত করতে ওষধ মিশ্রিত পানি ছিটালো সেনাবাহিনী
স্টাফ রিপোর্টার: করোনা সচেতনতায় পরিবেশ দুষণমুক্ত রাখতে লক্ষ্মীছড়িতে ওষধ মিশ্রিত পানি ছিটিয়েছে সেনাবাহিনী।
২৭ মার্চ সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর গাড়িতে করে এ পানি ছিটানো হয়। এতে করে দীর্ঘ দিনে জমে থাকা ময়লা-আবর্জনা, ধুলো-বালি মুক্ত হয় পুরো এলাকা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, লক্ষ্মীছড়ি জোনের ক্যাপ্টেন আব্দুল্লাহ ও লক্ষ্মীছড়ি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রুবায়েত।
এদিকে সরকার ঘোষিত ২৬ মার্চ থেকে ৪এপ্রিল পর্যন্ত দোকান-পাট, অফিস-আদালত বন্ধসহ জনচলাচলে বিধিনিষেধ থাকায় উপজেলার সর্বত্রই ফাঁকা। রাস্তাঘাটে লোকজন নেই, যান চলাচল নামমাত্র। প্রয়োজন ব্যতিত কেউই রাস্তা-ঘাটে আসছে না। ফলে সর্বত্রই নিরবতা। রাস্তায় পুলিশ ও সেনাবাহিনী টহল জোড়দার করা হয়েছে।