• December 11, 2024

লক্ষ্মীছড়িতে গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা/২০১৮ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। পুরস্কার বিতরণী সভায় লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের মধ্যে ট্রপি বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বেবি রানী বসু, মাধ্যমিক শিক্ষা অফিসার সারওয়ার ইউসুফ জামাল, উপজেলা কৃষি অফিসার মো: সফিকুল ইসলাম ভূইয়া,  রেফারি ডা. দেলোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী প্রমুখ। ৬ সেপ্টেম্বর থেকে ক্রীড়া প্রতিযোগতা শুরু হয়। ৮ সেপ্টেম্বরর শনিবার ছিল সমাপনী ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এ প্রতিযোগিতায় ফুটবল, হেন্ড বল, কাবাডি ও সাঁতার প্রতিযোগীতায় বিভিন্ন স্কুলের বালক ও বালিকারা অংশ গ্রহণ করে। এর মধ্যে ফুটবলে বালক ও বালিকা দুটি খেলাই মরাচেঙ্গী নিন্মমাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। লক্ষ্মীছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় বালিকারা হেন্ডবল ও কাবাডি প্রতিযোগিতায় বালকরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া সাঁতার প্রতিযোগীতায় বিভিন্ন স্কুল অংশ নেন। টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন দুল্যাতলী জুনিয়র হাইস্কুল, হাজাছড়ি পাবলিক স্কুল, বর্মাছড়ি জুনিয়র হাইস্কুল, তনুরাম পাড়া জুনিয়র হাইস্কুল, মংহলা পাড়া ও জারুলছড়ি জুনিয়র হাইস্কুল। চ্যাম্পিয়ন দল জেলা পর্যায় খেলার যোগ্যত্যা অর্জন করলে। জেলা থেকে চ্যাম্পিয়ন দল বিভাগ ও সবশেষে জাতীয় পর্যায় খেলার সুযোগ তাকবে বলে আয়োজকরা জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post