• July 27, 2024

লক্ষ্মীছড়িতে জমি বিরোধ নিয়ে মারামারির ঘটনায় থানায় মামলা

লক্ষ্মীছড়ি প্রতিনিধি: লক্ষ্মীছড়ি উপজেলায় মহিষকাটা-মংহলা পাড়া নামক এলাকায় জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনায় অবশেষে থানায় মামলা হয়েছে। ঘটনাটি ৮জানুয়ারি হলেও প্রথম মামলাটি হয় গত ১৪ জানুয়ারি। হামলার শিকার আব্দুল হাকিম বাদি হয়ে থুইচা মং মারমাকে প্রধান আসামী করে ৭জনের নামে মামলা করে। মামলা নাম্বার ০১,তাং ১৪.০১.২০১৮ইং। এর ৬দিন পর ১৯ জানুয়ারি সকালে মংসে অং মারমা বাদী হয়ে আব্দুল হাকিমকে প্রধান আসামী করে ১০জনের নামে মামলা করা হয়। মামলা নাম্বার- ০২,তাং ১৯.০১.২০১৮ইং।  লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আ: জব্বার জানান, মামলার তদন্ত কাজ চলছে। পরিপূর্ণ তদন্ত ছাড়া এখনই কিছু বলা সম্ভব নয় বলে তিনি জানান। মামলার তদন্ত অফিসার নিয়োগ দেয়া হয়েছে এসআই মো: আলাউদ্দিনকে।

ঘটনার দিন (৮ জানুয়ারি) সোমবার সকাল সাড়ে ৯টার দিকে। লক্ষ্মীছড়ি গুচ্ছ গ্রামের আ: হাকিম ১১জন শ্রমিক নিয়ে জমির ক্রয়কৃত জায়গায় গাছ কাটতে গেলে স্থানীয় উপজাতীয়রা বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে কাথা কাটা-কাটির এক পর্যায় মারামারি লেগে যায়। এ ঘটনায় ১১জন শ্রমিক হামলার শিকার হয়। মার খেয়ে পালিয়ে জানে বাঁচে। আহতরা লক্ষ্মীছড়ি হাসপাতাল ও মানিকছড়িতে চিকিৎসা নেন। এর মধ্যে  থোয়াই মং মারমা(৩৫), পিতা- খিজারী মারমা, আব্দুল হাকিম(৫৫), পিতা- হেদায়েত উল্লাহ মারাত্বক জখম হয়। থোয়াই মং মারমা(৩৫) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এই নিয়ে উভয় পক্ষ এ প্রতিনিধির কাছে পাল্টা-পাল্টি অভিযোগ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post