• February 19, 2025

লক্ষ্মীছড়িতে জেলা প্রশাসনের সহায়তায় মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে গরীবদের মাঝে ছাগল বিতরণ

স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় গরীব ও অসহায়দের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

দারিদ্র বিমোচন/সাবলম্বী করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসকের পক্ষে জন গরীব ও অসহায়কে ৫টি ছাগল প্রদান করা হয়।

১২নভেম্বর বৃহস্পতিবার লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ছাগল বিতরণ করেন। এসময় লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন উপস্থিত ছিলেন।

ইউএনও মো: ইয়াছিন এ প্রতিনিধিকে বলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসকের পক্ষ হতে লক্ষ্মীছড়ি উপজেলায় ৫জন গরীব অসহায়কে ৫টি ছাগল দিয়েছি। এ ছাগল পালনের মধ্য দিয়ে একটি পরিবার স্বাবলম্বী হওয়ার সুযোগ আছে বলে তিনি মনে করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post