লক্ষ্মীছড়িতে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা
স্টাফ রিপোর্টার: “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” প্রতিপাদ্যে দেশব্যাপী মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা লক্ষ্মীছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
৭ আগস্ট বুধবার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা সদর ও বাজার এলাকা প্রদক্ষিণ করে আলাচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আ: জব্বার ও মেডিকেল অফিসার ডা. মুরাদ প্রমুখ।
এর আগে বাজারের বিভিন্ন অলি-গলি ও নালা-নর্দমায় জমে থাকা পানি নিজ নিজ দোকান মালিকদের পরিস্কার করার নির্দেশনা দেয়া হয় উপজেলা পরিষদ থেকে। বক্তারা বলেন, আতঙ্ক নয় ডেঙ্গু নিধনে জনসচেতনতা জরুরী। তাই জনসচেতনা সৃষ্টির মাধ্যমে সকলের নিজস্ব উদ্যোগে বাড়ির আঙ্গিনা-ব্যবসা প্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহবান।