Homeস্লাইড নিউজশিরোনাম

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা এবং ওষধ বিতরণ

স্টাফ রিপোর্টার:  লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবায় বিশেষ ক্যাম্পিং হিসেবে হতদরিদ্রদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়েছে। ১১ জানুয়ারি বৃহস্পতিব

আলুটিলা সরস্বতী পুজা উদযাপন
খাগড়াছড়িতে প্রতিবন্ধী শিশু কিশোরদের সেনাবাহিনীর কম্বল বিতরণ
খাগড়াছড়ি স্টুডেন্ট’স এসোসিয়েশনের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:  লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবায় বিশেষ ক্যাম্পিং হিসেবে হতদরিদ্রদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়েছে। ১১ জানুয়ারি বৃহস্পতিবার দিন ব্যাপি লক্ষ্মীছড়ি গুচ্ছ গ্রামে এ চিকিৎসা সেবা ও ওষধ বিতরণ করা হয়। জানা যায়, প্রায় সাড়ে ৩’শ নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা দেয়া হয়।

লক্ষ্মীছড়ি জোনের (আরএমও) ক্যাপ্টেন শাহেদ জানান, অধিকাংশ রোগী নারী ও শিশু। রোগ নির্ণয় করার পাশাপাশি ওষধ দেয়া হয়েছে। এ চিকিৎসা ক্যাম্পিং এ ডাক্তারকে সহযোগীতা করেন সৈনিক মোস্তাফিজ ও রফিকুল ইসলাম ।

নিয়মিত ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এ চিকিৎসা ক্যাম্পিং। জোন কমান্ডারের নির্দেশে প্রায়ই দুর্গম ইন্দ্রশিং কার্বারি পাড়া, বর্মাছড়ি, খীরাম ও নয়াবাজার এলাকায় চিকিৎসা সেবা এবং ওষধ বিতরণ করা হয়ে থাকে। এছাড়া বিদ্যালয়ের ছেলে-মেয়েদের মাঝে কৃমিনাশক ট্যাবলেট দেয়া হয় বলে সেনা সূত্রে জানা গেছে।