লক্ষ্মীছড়িতে ‘নারী উদ্যোক্তা সৃষ্টি’ শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ‘নারী উদ্যোক্তা সৃষ্টি’ শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২২জানুয়ারি মঙ্গলবার দুপুরে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবালের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীছড়ি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্য প্রু মারমা কর্মশালায় প্রধার অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবি রানী বসু।
এছাড়া ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়ন চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউনিয়ন চেয়ারম্যান ত্রিলন চাকমা, সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্যা জয়া চাকমা ও কাজল আক্তার বক্তব্য রাখেন। লক্ষ্মীছড়ি উপজেলা নারী উন্নয়ন ফোরাম এ কর্মশালার আয়োজন করে। নারী উন্নয়ন ফোরামাকে শিল্প ও বাণিজ্য যুক্তকরণ প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এ কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানান, মহিলা ভাইস চেয়ারম্যান বেবি রানী বসু।
লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরে এডিপির অর্থ্যায়নে এ কর্মসূচি নেয়া হয়। এর আগে লক্ষ্মীছড়ি নারী উন্নয়ন ফোরাম এর পক্ষ হতে ১৩টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে বলে এ প্রতিনিধিকে জানান, লক্ষ্মীছড়ি নারী উন্নয়ন ফোরাম এর সভাপতি বেবি রানী বসু।