লক্ষ্মীছড়িতে নৌকা প্রতীকের প্রচারণা সভা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী বাবু কুজেন্দ্রলাল ত্রিপুরার প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর বুধবার লক্ষ্মীছড়ি বাজারস্থ দলীয় কার্যালয়ে এ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি বাবু যতীন্দ্র লাল ত্রিপুরা, সভাপতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রে¤্রাচাই চৌধুরী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লক্ষ্মীছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, যুবলীগের সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক দেব্রত তালুকদার, উপজেলা মহিলা লীগের সভানেত্রী কাজল আক্তার, আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক হাজী নুরে আলম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, সাংঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য আব্দুর জব্বার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এ্যাড আশুতোষ চাকমা, সহ সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, সহ সভাপতি ও প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, খাগড়াছড়ি আওয়ামী নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রন বিক্রম ত্রিপুরা।
অনুষ্ঠানে বক্তরা বাংলাদেশ আওয়ামীলীগের উন্নয়নকে অব্যাহত রাখতে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন। এছাড়াও সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ও আওয়ামী সরকারের লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দেওয়া হয়। উক্ত সভায় লক্ষ্মীছড়ি উপজেলার আওয়ামীলীগের কর্মী, সমর্থক ও বিভিন্ন এলাকার জনসাধারণ অংশ নেন।