লক্ষ্মীছড়িতে পানিতে ডুবে ৩য় শ্রেণীর ছাত্রীর করুণ মৃত্যু

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ২৯ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
জানা যায়, লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ধর্মিকা চাকমা(৯) পরীক্ষা দিয়ে পাশেই থানা মসজিদ পুকুরে গোসল করতে নামে আর এক সহকর্মীকে নিয়ে। একই সাথে ২জন ছাত্রী গোসল করতে নামলেও ধর্মিকা চাকমা আর ওঠে নি। অনেকের ধারনা সাঁতার না জানার কারণেই এমনটি হয়েছে।
ধারনা করা হচ্ছে পুকরের সিঁড়িতে বসে গোসল করে বাড়িতে চলে যাওয়ারন কথা। কিন্তু পাঁ ফসকে তলিয়ে গেলে সহপাটি পাশের লোকজনেক বলতে থাকে ওতো পুকুরে ডুবে গেছে। সাথে সাথে পাশের লোকজন দৌড়ে এসে ধর্মিকা চাকমা উদ্ধার করে লক্ষ্মীছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা্ক্তার মৃত ঘোষণা করে। এ ঘটনায় বিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে।
এ বিষেয় জানতে লক্ষ্মীছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার চাকমাকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।