• July 27, 2024

লক্ষ্মীছড়িতে পাহাড় কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের জেল

 লক্ষ্মীছড়িতে পাহাড় কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের জেল

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে উপজেলায় পাহাড় কাটার অপরাধে ময়ূরখীল এলাকার মৃত মমতাজ উদ্দিন এর ছেলে আলী আহমদ(৪০)কে ভ্রাম্যমাল আদালতে এক মাসের সাজা দেয়া হয়েছে বলে জানা গেছে।

১৬ সেপ্টেম্বর বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়ূরখীল এলাকায় পাহাড় কাটছে এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেড লক্ষ্মীছড়িতে ইউএনও মো: ইয়াছিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেড মো: ইয়াছিন জানান, স্ব-ইচ্ছায় দোষ স্বীকার করে নিয়েছে এবং খুবই অনুতপ্ত হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত পাহাড় কাটা অপরাধ, তাই তাকে সংশোধনের সুযোগ দেওয়ার জন্য এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post