লক্ষ্মীছড়িতে পুলিশ সেবা সপ্তাহ পালন
মোবারক হোসেন: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার উদ্যোগে পুলিশ সেবা সপ্তাহ/২০১৯ পালন করা হয়ছে।
৩০ জানুয়ারি বুধবার এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ আ: জব্বার এর নেতৃত্বে র্যালিটি উপজেলা থানা সদর, বাজার এলাকা প্রদক্ষিণ করে থানা গেইটে এসে শেষ করা হয়। র্যালিতে লক্ষ্মীছড়ি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, ওসি (তদন্ত) মো: শাহেনুর, কমিউনিটি পুলিশিং এর কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লেলিন কুমার চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: নুরে আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মিজানুর রহমান, আনসার ভিডিপির প্লাটুন কমান্ডার মো: মজিবুর রহমানসহ জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা অংশ নেন।
এছাড়া ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, জুয়া, মাদকসহ ২০টি সচেতনতামূলক লেখা সম্মিলিত পুলিশের পক্ষ হতে নাগরিক সেবা সমূহ উল্লেখ পূর্বক জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।