• February 19, 2025

লক্ষ্মীছড়িতে প্রথম করোনা টিকা নিলেন ডা. কাজি সাইফুল আলম

 লক্ষ্মীছড়িতে প্রথম করোনা টিকা নিলেন ডা. কাজি সাইফুল আলম

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় কোভিড-১৯ করোনা টীকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন। তবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয় ফ্রন্টলাইনার একজন ডাক্তার দিয়ে। লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কাজি সাইফুল আলম প্রধম করোনা ভ্যাকিসন গ্রহণ করেন। এসময় করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানানো হয়। এর পরেই টিকা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন।

পর্যায় ক্রমে মুক্তিযোদ্ধা, পুলিশ, নার্সসহ করোনা মহামারিতে সম্মুখ সারিতে যারা কাজ করেছেন তাদের এই টিকা দেয়া হয়। লক্ষ্মীছড়ি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম সোহেল জানান, প্রথম দিন ৩০জনকে দেয়া হয়েছে। ১২দিন ব্যাপি চলবে এ কার্যক্রম। অনলাইনে রেজিষ্ট্রেশন নিশ্চিত হয়েছে এমন ব্যক্তিরাই করোনা ভ্যাকসিন গ্রহণ করতে পারছেন। ৫টি টিকার ভাওয়াল পাওয়া গেছে। প্রায় ২৫০জনকে প্রথম স্টেজে দেয়া যাবে বলে জানা তিনি। ৪সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে। এদিকে যারা টিকা গ্রহণ করেছেন বিকেল পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি বলে জানান ডা. রোবায়েত।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post